ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ককে থানায় সোপর্দ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৮, জানুয়ারি ১৫, ২০১৮
ঢাবিতে আন্দোলনকারীদের সমন্বয়ককে থানায় সোপর্দ মশিউর রহমান সাদিক

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের অন্যতম সমন্বয়ক মশিউর রহমান সাদিককে থানায় সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে তাকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

তিনি বলেন, মশিউরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় দেওয়া হয়েছে।

মশিউর বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। অধিভুক্ত সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে তিনি ফেসবুকে ইভেন্ট খুলে আন্দোলনের ডাক দেন।  

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনকালে মশিউরকে সেখান থেকে ধরে উপাচার্যের কক্ষে নিয়ে যান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমীন। সেখানে তাকে হেনস্তা ও মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

উপাচার্যের কক্ষ থেকে মশিউরকে পরে প্রক্টরের কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন সহকারী প্রক্টররা।

বাংলাদেশ সময়: ০১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৮
এসকেবি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।