ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

শিক্ষা

ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনে আ’লীগপন্থিদের জয়

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
ঢাবি রেজিস্টার্ড গ্রাজুয়েট নির্বাচনে আ’লীগপন্থিদের জয়

ঢাকা বিশ্ববিদ্যালয়: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সিনেটে রেজিস্টার্ড গ্রাজুয়েটদের ২৫ জন প্রতিনিধি নির্বাচনে ২৪টিতে জয় পেয়েছে আওয়ামী লীগপন্থিদের গণতান্ত্রিক ঐক্য পরিষদ।

রোববার (২১ জানুয়ারি) বিকাল ৪টা ৪৫ মিনিটে এ ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য অধ্যাপক নাসরীন আহমাদ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়েছে।

গণতান্ত্রিক ঐক্য পরিষদের নির্বাচিত প্রার্থীরা হলেন- অধ্যাপক ড. অসীম সরকার, এ.আর.এম মঞ্জুরুল আহসান বুলবুল, এ এইচ এম এনামুল হক চৌধুরী, অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, এ বি এম বদরুজ্জো, অধ্যাপক ডা. এম ইকবাল আর্সালন, এম ফরিদউদ্দিন, অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরী, এস এম বাহালুল মজনুন চুন্নু, অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক ড. তাজিন আজিজ চৌধুরী, নিজাম চৌধুরী, অধ্যাপক মাহফুজা খানম, অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুস সামাদ, অধ্যাপক মো. আব্দুল বারী, আতাউর রহমান প্রধান, অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, মো. আলাউদ্দিন, মো. নাসির উদ্দিন, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, রঞ্জিত কুমার সাহা, রামেন্দু কৃষ্ণ মজুমদার,  অধ্যাপক ড. সাদেকা হালিম ও অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।

জাতীয়তাবাদী পরিষদের নির্বাচিত একমাত্র প্রার্থী হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৮
এসকেবি/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।