ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে হামলা ও নিপীড়নের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
ঢাবিতে হামলা ও নিপীড়নের প্রতিবাদে শাবিতে বিক্ষোভ প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ মিছিল

সিলেট (শাবিপ্রবি): ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১টায় ঢাবিতে হামলা ও ছাত্রীদের ওপর যৌন নিপীড়নের প্রতিবাদে এ কর্মসূচি পালন করে সংগঠনটি।

মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এক সংক্ষিত সমাবেশে মিলিত হয়।

 

শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ রুদ্রের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শাখা ছাত্র ইউনিয়ন সভাপতি স্বপন দেবনাথ, ছাত্রফ্রন্ট সাধারণ সম্পাদক নাজিরুল আজম, সদস্য তৌহিদুজ্জামান জুয়েল, মিয়া মইনুদ্দিন মিয়া প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের হাতে ছাত্রীদের যৌন হয়রানির পরও কোনো বিচার হয়নি। উল্টো বিচার চাইতে এসে আবারও যৌন হয়রানি, সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। তারা হামলাকারী ও নিপীড়নকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।