ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

শিক্ষা

জাবিতে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জাবিতে আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ আয়োজিত তিনদিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষ হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) দেশি-বিদেশি বিজ্ঞানীদের মিলনমেলার মধ্যদিয়ে এ সম্মেলন শেষ হয় বলে বাংলানিউজকে জানান সম্মেলনের সচিব অধ্যাপক মো. শরিফ উদ্দিন।

তিনি বলেন, প্রথম বারের মতো গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদের সাতটি বিষয়ের সমন্বয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয়।

এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, জাপান, ভারত, নেপাল ও বাংলাদেশের স্বনামধন্য বিজ্ঞানীরা অংশ নেন।  

সম্মেলনে ১৫০টির অধিক বিজ্ঞান ভিত্তিক গবেষণাকর্ম উপস্থাপন করা হয়। ২৭ জানুয়ারি (শনিবার) থেকে শুরু হওয়া আন্তর্জাতিক সম্মেলনে সফলভাবে শেষ হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।