ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জেএসসির পুনঃনিরীক্ষণ: ১শ’ শিক্ষার্থীর ফল পরিবর্তন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৮
জেএসসির পুনঃনিরীক্ষণ: ১শ’ শিক্ষার্থীর ফল পরিবর্তন

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতায় এবারের জেএসসি পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষণে ১০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। 

সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।  

পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল আজিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার পরীক্ষার খাতা পুনরায় নিরীক্ষণের জন্য মোট ২ হাজার ৩০৪ জন আবেদন করেন।

আবেদন জমা পড়ে ৬ হাজার ২১৬টি।  

এর মধ্যে ১০০ পরীক্ষার্থীর ফল পরিবর্তন করা হয়েছে বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

নতুন ফলাফলে দেখা যায়, ফেল করা ৯ শিক্ষার্থী পাস করেছে। আর জিপিএ ৫ অর্জন করেছে ২৮ শিক্ষার্থী।  

বাংলা‌দেশ সময়: ২১১৫ ঘণ্টা, জানুয়া‌রি ২৯, ২০১৮
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।