ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

শিক্ষা

ফেসবুকে প্রশ্নফাঁসের বিষয়টি সত্য নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১৮
ফেসবুকে প্রশ্নফাঁসের বিষয়টি সত্য নয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

ঢাকা: এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর কিছুক্ষণ পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্নফাঁস হওয়ার খবর বেরিয়েছে। তবে বিষয়টি মিথ্যা এবং গুজব বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় রাজধানীর ধানমন্ডি গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে দ্বিতীয় বারের মতো সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

নুরুল ইসলাম নাহিদ বলেন, ফেসবুকে বাংলা প্রথম পত্রের ‘খ’ সেটের প্রশ্ন ফাঁস হয়েছে বলে যে পোস্ট করা হয়েছে, এটি মিথ্যা এবং গুজব।

প্রশ্নের মতো দেখতে হলেও এর সঙ্গে আমরা আজকের পরীক্ষার প্রশ্ন মিলিয়ে দেখেছি, কোনো মিল নেই। ফেসবুকে ছড়ানো 'প্রশ্নপত্র'তিনি বলেন, এ পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিটিআরসি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি। তারা এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০১৮
এমএসি/এসআই

**
প্রশ্নফাঁসের চেষ্টা করলেও কঠোর ব্যবস্থা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।