ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৮
অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি স্মারকলিপি প্রদান করছেন শিক্ষার্থীরা-ছবি-বাংলানিউজ

ময়মনসিংহ: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষের ঘোষিত রুটিন পরিবর্তন করে পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. বেলায়েত হোসেন এ স্মারকলিপি গ্রহণ করেন।

পরে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও নাসিরাবাদ কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এর আগে একই দাবিতে রোববার (৪ ফেব্রুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন তারা।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৮ 
এমএএএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।