ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এসএস‌সি'র প্রশ্ন ও উত্তরসহ কলেজছাত্র আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৮
এসএস‌সি'র প্রশ্ন ও উত্তরসহ কলেজছাত্র আটক এসএস‌সি'র প্রশ্ন ও উত্তরসহ কলেজ ছাত্র আটক

বরিশাল: বরিশালের মুলাদী উপজেলায় এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ওহেদুল ইসলাম ইমন নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার সফিপুর থেকে তাকে আটক করা হয়।

রাত সা‌ড়ে ৮ টায় বাংলা‌নিউজকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান,  আটক ইমন সফিপুর গ্রামের ফজলুর রহমান মুন্সীর ছেলে ও হাজী সৈয়দ বদরুল হোসেন কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

শনিবার সকাল ৯টা ৪১ মিনিটে ইমনের মোবাইল ফোনের ম্যাসেঞ্জারে উত্তরসহ গণিতের প্রশ্নপত্র আসে।  

এরপর সে তার স্বজন ও বন্ধু-বান্ধবদের মধ্যে তা ছড়িয়ে দেয়ার চেষ্টা করে।  

এসময় পুলিশের সন্দেহ হলে মোবাইল ফোনসহ ইমনকে আটক করে এবং উত্তরসহ গণিতের প্রশ্নপত্র দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করে।  

উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন জানান গণিতের প্রশ্নপত্রের সঙ্গে ইমনের মোবাইল ফোনের উত্তরসহ প্রশ্নপত্রের মিল থাকায় তাকে আটক করা হয়।

এ ঘটনায় সফিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দা‌য়ি‌ত্বে থাকা মীর্জা মোঃ জা‌কির হো‌সেন বাদী হয়ে মামলা দায়েরের করবেন বলে জানান ওসি।


বাংলাদেশ সময় ০৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৮
এমএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।