ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এসএসসিতে বরিশালে বোর্ডে অনুপস্থিত ৩৫১, বহিষ্কার ২২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৮
এসএসসিতে বরিশালে বোর্ডে অনুপস্থিত ৩৫১, বহিষ্কার ২২

বরিশাল: বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ৩৫১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ও ২২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পরীক্ষায় অনুপস্থিতির মধ্যে ভোলা জেলায় ৬৬, বরগুনায় ৪৬০, পটুয়াখালীতে ৬৯, পিরোজপুরে ৩৪, ঝালকাঠিতে ৩৫ ও বরিশালে ১০১ জন রয়েছে।

আর বহিষ্কার হয়েছে- ভোলা জেলায় ১৪ জন, বরগুনায় দু’জন, পিরোজপুরে ৫ জন ও ঝালকাঠি জেলায় একজন পরীক্ষার্থী।

এরফলে রয়ায়ন (তত্ত্বীয়), পৌরনীতি ও নাগরিকতা এবং ব্যবসায় উদ্যোগ পরীক্ষায় মোট ৮১ হাজার ৭৭২ জন পরীক্ষার্থীর মধ্যে ৮১ হাজার ৪২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আনোয়ারুল আজিম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৭
এমএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।