ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বশেমুরবিপ্রবি ও বেরোবির সমঝোতা স্মারক স্বাক্ষর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মার্চ ১, ২০১৮
বশেমুরবিপ্রবি ও বেরোবির সমঝোতা স্মারক স্বাক্ষর ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) ও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বৃহস্পতিবার (১ মার্চ) বিকেলে বশেমুরবিপ্রবির ভাইস চ্যান্সেলরের অফিস কক্ষে বেরোবির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ ও বশেমুরবিপ্রবির পক্ষে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।
 
এ চুক্তির ফলে বশেমুরবিপ্রবি এবং বেরোবির শিক্ষক ও শিক্ষার্থীরা পারস্পারিক গবেষণা, পড়ালেখা, সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ পাবেন।

এছাড়া উভয় প্রতিষ্ঠান যৌথ উদ্যোগে গবেষণা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন করতে পারবে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- রেজিস্ট্রার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদ, প্রক্টর মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া ও লোকপ্রশাসন বিভাগের সভাপতি বিতান খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ০১, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।