ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

মাহিদ হত্যার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
মাহিদ হত্যার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ  মাহিদ হত্যার প্রতিবাদে শাবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ-ছবি-বাংলানিউজ

সিলেট (শাবিপ্রবি): দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মাহিদ আল সালাম হত্যাকাণ্ডের প্রতিবাদে ও নিরাপদ সিলেটের দাবিতে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী। 

মঙ্গলবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টায় মাহিদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রচারণা, কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে অবস্থান, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন। পরে সকাল ১১টায় সিলেট নগরীতে কেন্দ্রীয় শহীদ মিনারের উদ্দেশে যাত্রা করেন শিক্ষার্থীরা।

 

দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে কাফনের কাপড় জড়িয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা অবিলম্বে শাবিপ্রবিসহ সিলেট নগরীতে নিরাপত্তা বৃদ্ধির দাবি জানান। সেখান থেকে তারা সিলেট জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন।  
 
এসময় শিক্ষার্থীরা ‘মাহিদ হত্যার বিচার চাই, নিরাপদ সিলেট চাই’, প্রশাসন জবাব চাই’, ‘নিরাপদ ক্যাম্পাস চাই’, ‘আর কত লাশ পড়লে প্রশাসনের ঘুম ভাঙবে’ প্রভৃতি স্লোগান সংবলিত প্ল্যাকার্ড বহন করেন। সেখান থেকে তারা চৌহাট্টার উদ্দেশে যাত্রা করেন। সেখানে বিক্ষোভ মিছিলটি সমাবেশে মিলিত হয়।  

এদিকে দুপুর আড়াইটায় মাহিদের মরদেহবাহী গাড়ি ক্যাম্পাসে পৌঁছায়। এছাড়া এ ঘটনার প্রতিবাদে বিবৃতি ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, শাখা ছাত্রলীগ, ছাত্রফ্রন্টসহ বিভিন্ন সংগঠন।  

গত রোববার (২৫ মার্চ) রাতে সিলেট নগরীর কদমতলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০০৮-০৯ সেশনের শিক্ষার্থী মাহিদ আল সালামের মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৮
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।