ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

কারাগারে বসে এইচএসসি দেওয়ার অনুমতি পেলেন হাসান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৮
কারাগারে বসে এইচএসসি দেওয়ার অনুমতি পেলেন হাসান

বরিশাল: আসন্ন এইচএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষাবোর্ডের আওতায় কারাগারে বসে পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে বরগুনা জেলার পরীক্ষার্থী অমিত হাসানকে।

অমিত বরগুনা সদর থানার গোড়াপদ্মা এলাকার কাঞ্চন চৌকিদারের ছেলে ও এম বালিয়াতলী ডি.এন কলেজের ছাত্র।

১১ ফেব্রুয়ারি থেকে তিনি নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলায় বরগুনা জেলা কারাগারে রয়েছেন।

আদালতের নির্দেশে ২২ মার্চ কারা কর্তৃপক্ষের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে অমিতের পরীক্ষা কারাগারে বসেই দেওয়ার অনুমতি দেয় বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আনোয়ারুল আজিম স্বাক্ষরিত এক নোটিসে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নোটিসে উল্লেখ করা হয়েছে, কারাগারের হাজতি (নং- ৫০৮/১৮) মো. হাসান, রোল- ৮২৩০১০, রেজি:- ১১১৫২৬৬০১০, শিক্ষাবর্ষ ২০১৪-১৫ বরগুনা জেলা কারাগারে রয়েছেন। তার এইচএসসি পরীক্ষা বিধিমতো নেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো।

তবে কারাগারে বসে পরীক্ষায় অংশগ্রহণের যাবতীয় ব্যয়ভার পরীক্ষার্থী বহন করবেন বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৩০৪ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৮
এমএস/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।