ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাজশাহীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা চলছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, এপ্রিল ২, ২০১৮
রাজশাহীতে শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা চলছে চলছে এইচএসসি পরীক্ষা

রাজশাহী: পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসরোধে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। এবার নিয়ম অনুযায়ী পরীক্ষা শুরুর আধাঘণ্টা আগেই পরীক্ষার্থীদের স্ব-স্ব কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে।

 

কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারেনি। এছাড়া কারও কাছে কোনো ইলেক্ট্রোনিকস ডিভাইসও পাওয়া যায়নি।  

এবার সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাজশাহী মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ১৫টি ভিজিলেন্স টিম পরীক্ষা তদারকির কাজ করছেন। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার মোবাইল নম্বরে সেট কোড ব্যবহারের নির্দেশনার এসএমএস যাওয়ার পর প্রশ্নপত্রের প্যাকেট খোলেন। তবে বেলা সোয়া ১১টা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

রাজশাহী শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনোয়ারুল হক প্রাং বাংলানিউজকে বলেন, এ বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪১ হাজার ২৭৮ জন। গত বছর এর সংখ্যা ছিল এক লাখ ২৪ হাজার ১৮২ জন। এবার পরীক্ষার্থী বেড়েছে ১৭ হাজার ৯৬ জন। এবার ১৮৯টি কেন্দ্রের মাধ্যমে এইচএসসি পরীক্ষা নেওয়া হচ্ছে। ২ এপ্রিল এবার পরীক্ষা শুরু হয়েছে। লিখিত পরীক্ষা শেষ হবে ১৩ মে।  

১৪ মে ব্যবহারিক পরীক্ষা শুরু হয়ে ২৩ মে শেষ হবে। সোমবার প্রথম দিনে বাংলা প্রথম পত্র (আবশ্যিক), সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথম পত্র, মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও কারিগরি বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্র (আবশ্যিক) পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে বলেও জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০১৮
এসএস/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।