ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

শিক্ষা

কোটা সংস্কার: শাবি শিক্ষার্থীদের বৃষ্টিভেজা পদযাত্রা

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
কোটা সংস্কার: শাবি শিক্ষার্থীদের বৃষ্টিভেজা পদযাত্রা বৃষ্টিভেজা পদযাত্রা

সিলেট (শাবিপ্রবি): দেশব্যাপী চলমান কোটা সংস্কার আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ করে সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারের অভিমুখে পদযাত্রা করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার শিক্ষার্থী পদযাত্রা করে। এসময় তুমুল বৃষ্টিতে ভিজে শহর অভিমুখে যাত্রা করে তারা।

সকাল ৭টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান নেয় কয়েক হাজার শিক্ষার্থী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কোটা পদ্ধতির সংস্কার না করা পর্যন্ত এবং কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর বক্তব্য প্রত্যাহার না করলে তারা আন্দোলন চালিয়ে যাবে বলেন।  

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস ও পরিক্ষা বর্জন করেছে শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।