ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ক্লাস বর্জন করে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
ক্লাস বর্জন করে হাবিপ্রবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা/ ছবি: বাংলানিউজ

দিনাজপুর: কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে দিনাজপুর-রংপুর মহাসড়ক অবরোধ করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা।

বুধবার (১১ এপ্রিল) দুপুর ১২টা থেকে মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

 

এ কর্মসূচি শিক্ষার্থীদের পূর্ব ঘোষিত না হলেও বিক্ষোভ করতে করতে মহাসড়কে জড়ো হয় শিক্ষার্থীরা।

এদিকে, হাবিপ্রবির আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন সন্ধ্যা ৭টা পর্যন্ত মহাসড়কে তাদের অবস্থান ও বিক্ষোভ চলবে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।