ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার প্রয়োজন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
সরকারি চাকরিতে কোটা প্রথার যৌক্তিক সংস্কার প্রয়োজন

খুলনা: সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে এক বিবৃতিতে তিনি বলেন, প্রকৃত মেধার মূল্যায়নে সরকারি চাকরিতে বিদ্যমান কোটার যৌক্তিক সংস্কার সঙ্গতভাবে বিবেচনায় নেওয়া প্রয়োজন। গত কয়েকদিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে যে কর্মসূচি পালন করছে, তাতে একাডেমিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে বলে আশা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৮
এমআরএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।