ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নিরীহ শিক্ষার্থীদের হয়রানি করা হবে না: ঢাবি উপাচার্য

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
নিরীহ শিক্ষার্থীদের হয়রানি করা হবে না: ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ( বাংলানিউজ ফাইল ছবি )

ঢাকা: ভিসির বাসভবনে হামলার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা চার মামলায় কোনো নিরীহ শিক্ষার্থীকে হয়রানি করা হবে না। 

বৃহস্পতিবার (১২ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

আখতারুজ্জামান বলেন, যারা আসলেই বাসভবনে হামলার সঙ্গে জড়িত তাদের শাস্তি পেতেই হবে।

আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মামলা করেছি। তদন্ত কমিটি গঠন করেছি। আইন আইনের গতিতে চলবে, পুলিশ পুলিশের কাজ করবে। যারা জড়িত তাদের শাস্তি পেতেই হবে। কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, ঢাবি পরিবার বিশ্বাস করে না বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে। তবে যদি সত্যিই এরকম কেউ জড়িত থাকে, তবে তা আমাদের জন্য লজ্জার। জড়িত থাকলে তাকে বা তাদেরও শাস্তি পেতে হবে। আসলে বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র যদি অসলেই এ কাজের সঙ্গে জড়িত থাকে, তবে এটি গোটা জাতির জন্য লজ্জার।

তিনি আরও বলেন, আমি আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি, নিরীহ কোনা শিক্ষার্থীকে যেন সন্দেহের ভিত্তিতে হয়রানি করা না হয়। তদন্ত করে আসলেই যারা জড়িত কেবল তাদের শাস্তির আওতায় আনতে হবে।  

কোনো ধরনের গুজবে কান না দেওয়ার জন্য ঢাবির শিক্ষার্থীদের এসময় আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এমএসি/এসকেবি/এনএইচটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।