ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ভারতে ন্যাশনাল টিচার্স কংগ্রেসের তারিখ ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
ভারতে ন্যাশনাল টিচার্স কংগ্রেসের তারিখ ঘোষণা

ঢাকা: ভারতের ন্যাশনাল টিচারস কংগ্রেসের (এনটিসি) তৃতীয় বার্ষিক অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়েছে। ২০১৯ সালের ৪ থেকে ৫ জানুয়ারি ভারতের পুনেতে অবস্থিত এমআইটি ওয়ার্ল্ড পিস ইউনিভার্সিটিতে এটা অনুষ্ঠিত হবে। ভারত ও ভারতের বাইরে অবস্থানরত ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের এতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১২ এপ্রিল) ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের একটি বিজ্ঞপ্তির মাধ্যমে এনটিসির তৃতীয় বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে অবস্থানরত ভারতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আহ্বান করা হয়।

আলোচ্য অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক বাংলাদেশে অবস্থানরত ভারতীয় শিক্ষকদের এনটিসির আহ্বায়ক রাহুল ভি কারাদের সঙ্গে ০০৯১৮৩৮০০২৩৭৫৫/৯৮৮১৭২১৩৫৩/৮৮৮৮৮১৫৪২৪/২৫ নাম্বারে অথবা [email protected] ঠিকানায় ই-মেইলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।