ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দুর্ঘটনার কবলে ইবির বাস, আহত ৭

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
দুর্ঘটনার কবলে ইবির বাস, আহত ৭ দুর্ঘটনার কবলে ইবির বাস। ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ইবি: শিক্ষা সফরগামী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাসের সঙ্গে কাঠ বোঝাই মিনি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত সাত শিক্ষার্থী আহত হন।

বৃহস্পতিবার (১৯ এপ্রিল) সকাল ১১টার দিকে কুষ্টিয়ার নওদাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের বার্ষিক শিক্ষা সফরে মেহেরপুরের মুজিবনগর যাওয়ার উদ্দেশে ক্যাম্পাস থেকে বাসটি ছেড়ে যায়।

১১টায় বাসটি কুষ্টিয়ার নওদাপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঠ বোঝাই একটি মিনি ট্রাক অতিক্রম করার সময় বাসটিকে ধাক্কা দেয়। এসময় জানালা ভেঙে বাসের ভেতরে গাছের গুঁড়ি ঢুকে আরিফ, আফরোজা, রিতুসহ সাত শিক্ষার্থী আহত হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি আমি শুনেছি। শিক্ষক-শিক্ষার্থীদের খোঁজ নিয়েছি। আহত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।