ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ছাত্রী বের করার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
ছাত্রী বের করার প্রতিবাদে রাজু ভাস্কর্যে বিক্ষোভ ছাত্রীদের বের করে দেওয়ায় প্রতিবাদে বিক্ষোভ শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হল থেকে মধ্যরাতে ছাত্রী বের করে দেওয়ার প্রতিবাদে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (২০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টায় এ বিক্ষোভ শুরু করে তারা।

এ সময় ‘ছাত্রী নির্যাতনের’ প্রতিবাদে প্রশাসনের জবাব চেয়ে স্লোগান দেন তারা।

‘হলে হলে নির্যাতন কেন?’, ‘নিপীড়ন রুখে দাও’সহ বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডও প্রদর্শন করছেন শিক্ষার্থীরা।

অপরদিকে রাজু ভাস্কর্যের বিপরীত পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৮
এসকেবি/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।