ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রকাশনা জালিয়াতির অভিযোগে চাকরি হারালেন জবি শিক্ষক

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
প্রকাশনা জালিয়াতির অভিযোগে চাকরি হারালেন জবি শিক্ষক

জবি: প্রকাশনা জালিয়াতির অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নাসির উদ্দিন আহমদকে চাকরিচুত্য করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) সন্ধায় বিশ্ববিদ্যালয়ের ৭৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা সূত্রে জানা যায়, অধ্যাপক নাসির উদ্দিন আহমদের বিরুদ্ধে প্রকাশনা জালিয়াতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের চাকুরি থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত বছরের ৭ সেপ্টেম্বর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে।

এছাড়া শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল হালিম প্রামানিককে তিরস্কার করা হয়েছে এবং পরবর্তী পদন্নোতি নির্ধারিত সময়ের চেয়েও দুই বছর বিলম্বিত করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
কেডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।