ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে ‘রোড টু সিইও’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
শিক্ষার্থীদের স্বপ্ন পূরণ করতে ‘রোড টু সিইও’ ‘রোড টু সিইও’ প্রোগ্রাম

ঢাকা বিশ্ববিদ্যালয়: সৃজনশীল কাজের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে স্বপ্ন পূরণ করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘রোড টু সিইও’ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার মিলনায়তনে এ প্রোগ্রামের আয়োজন করে ‘স্কিল হান্ট’ নামে একটি প্রতিষ্ঠান। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

অনুষ্ঠানে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করা চার সিইও হলেন- বেক্সিমকো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভেদ হোসেন, আড়ং ও অ্যাপোলো হসপিটালের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা রঞ্জন ডি সিলভা, নেসলে প্রফেশনালের কান্ট্রি ম্যানেজার মাসুম খান, ক্রাউন সিমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ খান।  

এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম। সেশন মডারেট করেন সেন্সি উইসডম হোল্ডিংস লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান।

বক্তারা করপোরেট জগতে বাধা-বিপত্তি ডিঙিয়ে নিজেদের বেড়ে ওঠা ও সাফল্যের গল্প শোনান এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা সময় নষ্ট না করে সময়গুলো সৃজনশীল কাজে ব্যয় করার পরামর্শ দেন।

স্কিল হান্টের সভাপতি আলতাফ হোসেন রাজু বলেন, বাংলাদেশের প্রথম এবং সর্ববৃহৎ ছাত্র-ছাত্রী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ প্ল্যাটফর্ম ‘স্কিল হান্ট’। আগামীর সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি। স্কিল হান্ট ‘রোড টু সিইও’ প্রোগামের উদ্দেশ্য করপোরেট জগতের সফল ব্যাক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া। যাতে তারা ছাত্র অবস্থায় ভবিষ্যতে ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারে।

প্রোগ্রামে অংশ নেওয়া ৮০ জন অংশগ্রহণকারীর মধ্যে ৫৩ জনকে গ্রাফিক্স ডিজাইন ও ভিডিও এডিটিংয়ে ২৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এসকেবি/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।