ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বগুড়ায় বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ স্কুল বিতর্ক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, মে ৮, ২০১৮
বগুড়ায় বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা

বগুড়া: বগুড়ায় উৎসবমুখর পরিবেশে বসুন্ধরা খাতা-কালের কণ্ঠ জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৮ মে) দিনব্যাপী বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজ নিজ বিষয়ের ওপর যুক্তি আর পাল্টা যুক্তি দিয়ে বিতর্ক করে।


 
কালের কণ্ঠ বগুড়া শুভসংঘের সভাপতি আব্দুস সালাম বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন, কালের কণ্ঠ বগুড়া ব্যুরো প্রধান লিমন বাসার, বিএফইউজের নির্বাহী সদস্য ঠাণ্ডা আজাদ, বগুড়া শুভসংঘের সাধারণ সম্পাদক শিশির মোস্তাফিজ, সদস্য মশিউর রহমান জুয়েল, সাখাওয়াত হোসেন জনি, হাকিম আব্দুল কাদের প্রমুখ।
 
প্রতিযোগিতায় বগুড়া জিলা স্কুল, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া পৌর উচ্চ বিদ্যালয়, শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ ও ইয়াকুবিয়া স্কুল থেকে শিক্ষার্থীরা অংশ নেয়।
 
শেষে প্রধান অতিথিসহ অন্যরা প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মে ০৮, ২০১৮
এমবিএইচ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।