ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বিদ্যালয়ের ছাদ ধস, অল্পের জন্য রক্ষা পেলো শিক্ষার্থীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
বিদ্যালয়ের ছাদ ধস, অল্পের জন্য রক্ষা পেলো শিক্ষার্থীরা হঠাৎ বিদ্যালয়ের ছাদ ধসে পড়েছে

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়েছে। এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছে ওই বিদ্যালয়ের শিক্ষকসহ ১১৫ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে সদর উপজেলার দত্তকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, সকালে শিক্ষার্থীরা স্কুলে আসে।

পরে অ্যাসেম্বলি শুরু হলে হঠাৎ বিদ্যালয়ের বারান্দার একাংশের ছাদ ধসে পড়ে। এসময় শিক্ষার্থীরা আতঙ্কে দিকবিদিক ছোটাছুটি করতে থাকে। শিক্ষক-শিক্ষার্থীরা ভবনের বাইরে অবস্থান করায় বড় ধরণের বিপদ থেকে রক্ষা পেয়েছে।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ইলিয়াস মাহমুদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয় ভবনের পলেস্তেরা খসে পড়ছিলো। একাধিক স্থানে ফাটলও দেখা দিয়েছে। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে। বিকল্প কোনো শ্রেণিকক্ষের ব্যবস্থা না থাকায় শিক্ষার্থীদের লেখাপড়ার স্বার্থে ওই ভবনে পাঠদান করা হচ্ছিলো।  

দ্রুত ভবনটি সংস্কার বা বিকল্প পাঠদানের ব্যবস্থা না করা হলে ওই এলাকার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, মে ১০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।