ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, মে ১০, ২০১৮
শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী উন্নয়ন হয়েছে বক্তব্য রাখছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নীলফামারী: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক ও যুগান্তকারী উন্নয়ন হয়েছে। বর্তমান সরকার বছরের শুরুতে বই বিতরণ ও উপবৃত্তি চালু করে দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বৃহস্পতিবার (১০ মে) বিকেলে নীলফামারীর সৈয়দপুরে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, নারী শিক্ষার প্রসার হচ্ছে।

শিক্ষবৃত্তি ও উপবৃত্তির পরিধি বেড়েছে। মানসম্মত শিক্ষা এখন সময়ের দাবি। একে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভাপতি ও সৈয়দপুর সোনিবাসের কমান্ডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মো. খারুল বাশার। বিশেষ অতিথির ভাষণ দেন- নীলফামালী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি ও রংপুরের এরিয়া কমান্ডার মেজার জেনারেল মাসুদ রাজ্জাক।

উপস্থিত ছিলেন- সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।