ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ফেস্ট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মে ১০, ২০১৮
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ফেস্ট ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ফেস্ট ২০১৮

বৃহস্পতিবার (১০ মে) থেকে শুরু হয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই ফেস্ট ২০১৮। ডিপার্টমেন্ট অব কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর আয়োজনে ৪ দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টিবোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। চার দিনব্যাপী এ অনুষ্ঠান চলবে ১০ থেকে ১৩ মে পর্যন্ত।

উৎসবের ইভেন্টগুলো হচ্ছে- উদ্বোধনী অনুষ্ঠান, র‌্যালি, ইনডোর গেমস, ইন্ডাস্ট্রিয়াল টক, আইটি কুইজ কনটেস্ট, প্রোগ্রামিং কনটেস্ট, এলামনাই এক্সপিরিয়েন্সশেয়ারিংসেশন গেমিং কনটেস্ট, প্রজেক্ট শোকেসিং, পুরস্কার বিতরণী ও কালচারাল প্রোগ্রাম।

৪র্থ দিনের সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- ইউনিভার্সিটি গ্রান্ট কমিশনের মেম্বার প্রফেসর ড. মো. ইউসুফ আলী মোল্লাহ।

আরও উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. এম. এম. সহিদুল হাসান,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত “অসমাপ্ত আত্মজীবনী” বইয়ের ইংরেজি অনুবাদক, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. ফখরুল আলম।

আগামী ১৩ মে বিকেলে মি. তারিক এ ভুইয়া, প্রোগ্রাম ডিরেক্টর ইউপে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বক্তব্য রাখবেন। সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. আহমদ ওয়াসিফ রেজা সমাপনী বক্তৃতার মাধ্যমে শেষ করবেন এ উৎসব।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মে ১০, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।