ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শুক্রবার থেকে ৪৪ দিনের ছুটি জাবিতে

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, মে ১৭, ২০১৮
শুক্রবার থেকে ৪৪ দিনের ছুটি জাবিতে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: গ্রীষ্মকালীন, রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ৪৪ দিনের ছুটি ঘোষণা করেছে। শুক্রবার (১৮ মে) থেকে এ ছুটি শুরু হচ্ছে। চলবে ৩০ জুন পর্যন্ত।

বৃহস্পতিবার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা)  মো. আবু হাসান এ তথ্য জানান।

তিনি জানান, গ্রীষ্মকালীন, রমজান, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদ-উল-ফিতর উপলক্ষে ১৮ মে (শুক্রবার) থেকে বিশ্ববিদ্যালয়ে ছুটি শুরু হচ্ছে।

৩০ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।

ছুটি শেষে ১ জুলাই থেকে যথারীতি ক্লাস পরীক্ষা চলবে।

তিনি আরও জানান, গ্রীষ্মকালীন ছুটির মধ্যে ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত সব একাডেমিক ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে কোনো বিভাগ প্রয়োজন মনে করলে এসময় পরীক্ষা নিতে পারবে।

বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি ৪০ দিন হলেও ৪ দিন সাপ্তাহিক বন্ধের কারণে ৪৪ দিনের দীর্ঘ ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।