ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাগেরহাটে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুন ৪, ২০১৮
বাগেরহাটে শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ

বাগেরহাট: বাগেরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৮৪ জনকে শ্রেষ্ঠ পুরস্কার বিতরণ তুলে দেওয়া হয়েছে। 

সোমবার (৪ জুন) বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে বিজয়ীদের মধ্যে এ পুরস্কার ও সম্মাননা তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শাহীন হোসেন।

বাগেরহাট জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মতিন হাওলাদার, বাগেরহাট সরকারি পিসি কলেজের অধ্যাপক মো. শাহআলম ফরাজী, অধ্যাপক ইউসুফ আলী, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অজয় চক্রবর্তী, সাংবাদিক সরদার শুকুর আহম্মেদ প্রমুখ।

বাগেরহাটে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৮ উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, সঙ্গীতসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ নির্বাচিত শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যে ৮৪ জনকে ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জুন ০৪, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।