ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দেবে ইউজিসি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
তিন জাতীয় অধ্যাপককে সংবর্ধনা দেবে ইউজিসি

ঢাকা: সদ্য নিয়োগপ্রাপ্ত তিনজন জাতীয় অধ্যাপক ইমেরিটাস অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীকে সংবর্ধনা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

আগামী ৯ জুলাই বিকেল ৩টায় ইউজিসি মিলনায়তনে এ সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে ইউজিসি।

সোমবার (২৫ জুন) ইউজিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

ইউজিসি চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউজিসির সদস্য ও দেশের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত থাকবেন।

গত ১৯ জুন দেশের বরেণ্য এ তিন শিক্ষাবিদকে আগামী পাঁচ বছরের জন্য জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ২৫, ২০১৮
এমআইএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।