ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবি-ব্র্যাক আইটির মধ্যে সমঝোতা সই

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, জুলাই ৫, ২০১৮
জাবি-ব্র্যাক আইটির মধ্যে সমঝোতা সই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ব্র্যাকের মধ্যে চুক্তি সই হয়। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি) মার্কেটিং বিভাগ ও ব্র্যাক আইটি সার্ভিসেস লিমিটেডের (বিআইটিএস) মধ্যে একটি সমঝোতা সই করেছে।

বৃহস্পতিবার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে সমঝোতায় সই করা হয়। এতে জাবির কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ  মো. মনজুরুল হক ও বিআইটিএসের মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান ইসমত জাহান ‍নিজ নিজ পক্ষে সই করেন।

 

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক  ফারজানা ইসলাম, বিআইটিএস-এর কর্মকর্তা মাশফিক আনোয়ার, শাহাদাৎ কবির, তাসাফুর রহমান, মার্কেটিং বিভাগের সভাপতি নাঈমা আহমেদ ও সহযোগী অধ্যাপক নিগার সুলতানা উপস্থিত ছিলেন।  

এ সমঝোতার ফলে বিআইটিএস-এ জাবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা ইন্টার্নশিপ, সেমিনার, কর্মশালা ও চাকরিতে প্রবেশের সুযোগ পাবেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, জুলাই ০৫, ২০১৮
এএইচ/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।