ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

দেড় লাখ রুপিতে ভারতে গ্র্যাজুয়েট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
দেড় লাখ রুপিতে ভারতে গ্র্যাজুয়েট দেড় লাখ রুপিতে ভারতে গ্র্যাজুয়েট। ছবি: ডিএইচ বাদল

ঢাকা: কোনো প্রকার সার্ভিস চার্জ ছাড়াই ভারতের টপ র‌্যাঙ্ক আন্তর্জাতিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীরা স্কলারশিপসহ আবেদনের সুযোগ পাচ্ছেন। একইসঙ্গে থাকছে নানা ধরনের ডিসকাউন্ট ও আবাসনের ব্যবস্থা। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে মাত্র ১ লাখ ৫০ হাজার রূপিতে (১ লাখ ৮০ হাজার টাকা) গ্র্যাজুয়েট করার সুযোগ রয়েছে।

শুক্রবার (৬ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ইন্ডিয়া এডুকেশন ফেয়ার’ থেকে এ তথ্য জানায় আয়োজকরা।

ফেয়ার প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বাংলাদেশ ও ভারতের বিভিন্ন এজেন্সিগুলো নানা প্রকার অফার নিয়ে হাজির হয়েছেন।

তাদের কেউ কেউ দিচ্ছেন সার্ভিস চার্জ ছাড়াই আবেদনের সুযোগ। আবার কোনো কোনো এজেন্সি দিচ্ছেন ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড়। সঙ্গে রয়েছে আবাসনের ব্যবস্থা।

মোহাম্মদপুর থেকে নীলমনি মণ্ডলের ছেলে প্রণব মণ্ডলকে নিয়ে ‘ইন্ডিয়া ফেয়ার’-এ এসেছেন। নীলমনি মণ্ডল বাংলানিউজকে বলেন, উচ্চ শিক্ষা দেওয়ার জন্য ছেলেকে ভারতে পাঠাতে চাই। এখানে যেহেতু এডুকেশন ফেয়ার হচ্ছে তাই দেখতে এসেছি।

তিনি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশ থেকে ভারতের শিক্ষাব্যবস্থা এখন অনেক উন্নত। তাই সেখান থেকে আমার ছেলে পড়ালেখা করবে। আর আমি সেখানকার বিশ্ববিদ্যালয়গুলোর আরও বিস্তারিত জানতে এখানে এসেছি।

প্রণব মণ্ডল বাংলানিউজকে বলেন, আমি এবার ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো। ফেয়ারে যেহেতু অনেক বিশ্ববিদ্যালয় অংশ নেয় তাই এখানে বিশ্ববিদ্যালয়গুলো সম্পর্কে জানতে আসা।

বাংলাদেশের এজেন্সি ক্যারিয়ার কার্ভের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুবুর রহমান খান বাংলানিউজকে বলেন, অনেক উন্নত দেশের চেয়ে এখন ভারতের শিক্ষাব্যবস্থা ভালো। তারা নিজেরা শিক্ষায় উন্নত হচ্ছে আবার অন্যদেরও সুযোগ করে দিচ্ছে। দেশটির নামকরা অনেক বিশ্ববিদ্যালয়ে মাত্র দেড় লাখ রূপিতে গ্রাজুয়েট করার সুযোগ রয়েছে। তাছাড়া সার্কভুক্ত দেশসমূহের জন্য আরও ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় ‘ইন্ডিয়া এডুকেশন ফেয়ার’ এর উদ্বোধন করা হয়। ফেয়ার চলবে শনিবার (৭ জুলাই) পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত ফেয়ার সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৮
ইএআর/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।