ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

শরীয়তপুরে ৫০ ছাত্রী পেলো বাইসাইকেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
শরীয়তপুরে ৫০ ছাত্রী পেলো বাইসাইকেল বাইসাইকেল। ছবি: বাংলানিউজ

শরীয়তপুর: মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন, প্রসার, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারী শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের গঠিত ‘বাল্যবিবাহ প্রতিরোধ টিম’ এর ৫০ ছাত্রী সদস্যদের মধ্যে ৫০টি বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

সোমবার (৯ জুলাই) বিকেলে সদর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বাইসাইকেলগুলো বিতরণ করা হয়। সদর উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাইকেলগুলো দেওয়া হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) কাজী আবু তাহের। বিশেষ অতিথি ছিলেন- সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা আক্তার শিল্পী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হেলিম ফকির, সদর উপজেলা প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান ও জেলা ছাত্র লীগের আহ্বায়ক মো. মহসিন মাদবর।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।