ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি

ইবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, জুলাই ৯, ২০১৮
ইবি শিক্ষকের বিরুদ্ধে তদন্ত কমিটি সঞ্জয় কুমার সরকার

ইবি: ছাত্রী হেনস্তার দায়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার সরকারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (০৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তদন্ত কমিটিতে ব্যবসায় প্রশাসনের ডীন অধ্যাপক ড. অরবিন্দ সাহাকে আহ্বায়ক করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলাম ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. শাহাদাৎ হোসাইন আজাদ।

>>>আরও পড়ুন...ছাত্রী হেনস্তাকারী শিক্ষকের শাস্তির দাবিতে মানববন্ধন

জানা যায়, নিজ বিভাগের ছাত্রীকে হুমকি ও মানসিক নির্যাতনের অভিযোগে শিক্ষক সঞ্জয় কুমারের বিরুদ্ধে স্থানীয় ও দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। প্রকাশিত সংবাদের সত্যতা যাচাইয়ের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।

কমিটির সদস্যদের আগামী ১৫ দিনের মধ্যে তদন্তের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৪৫৫ ঘণ্টা, জুলাই ১০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।