ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

আন্দোলনকারী তানজিরকে মারধরের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
আন্দোলনকারী তানজিরকে মারধরের প্রতিবাদে ঢাবিতে মানববন্ধন মানববন্ধনে ঢাবি ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: কোটা সংস্কার আন্দোলনকারী তানজির হোসেনকে মারধরের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার (১৮ জুলাই) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

তানজির ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র।

সম্প্রতি কোটা সংস্কারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধনে অংশ নিলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে ব্যাপক মারধরের শিকার হন তিনি।

বিভাগের শিক্ষক এমএ কাউসার বলেন, কোটা সংস্কার একটি যৌক্তিক আন্দোলন। পর্যায়ক্রমে কোটা কমিয়ে আনা প্রতিটি সরকারের দায়িত্ব ছিল। কিন্তু তারা তা না করে শিক্ষার্থীদের ওপর দমন নিপীড়ন চালাচ্ছে। অবিলম্বে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান তিনি।

এসময় ক্যাম্পাসে নিরাপত্তা চাই, বাক স্বাধীনতা চাই, শিক্ষকদের ওপর হামলা কেন? প্রশাসন চুপ কেন? ইত্যাদি লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।