ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৫৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০.৫৫

বরিশাল: উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছর ছিলো ৭০ দশমিক ২৮ শতাংশ। ফলে পাসের হার বেড়েছে দশমিক ২৭ শতাংশ।

বৃহস্পতিবার (১৯ জুলাই) দুপুর দেড়টার দিকে বরিশাল মাধ্য‌মিক ও উচ্চ মাধ্য‌মিক ‌শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আ‌জিম এ ফলাফল ঘোষণা করেন।  

তিনি জানান, এবছর বরিশাল শিক্ষাবোর্ডের অধীনে ৩৩৩ কলেজের ১১৬টি সেন্টারে ৬২ হাজার ১৭৩ জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নেয়।

পাসের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। যা গত বছরে ছিলো ৭০ দশমিক ২৮ শতাংশ। যার মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৬৭০ জন।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।