ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

শিক্ষা

বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২১ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
বরিশালে পাসের হারে মেয়েরা এগিয়ে

বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৫৫। যার ফলে গেল বছরের তুলনায় দশমিক ৩১ ভাগ পাসের হার বেড়েছে।

গড় পাসের হার এবং জিপিএ-৫ এর বেলায় এবারও ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে।

মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ০০ ও ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৩৫।

ফলে গত বছর থেকে এ বছর যেখানে মেয়েদের পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫, সেখানে ছেলেদের পাসের হার কমেছে ১ দশমিক ৯৯ ভাগ।

এদিকে, গত বছরের মতো এ বছরও মেয়েরা ছেলেদের থেকে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা ৩৭০টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৩০০টি, ফলে ছেলেদের থেকে মেয়েদের জিপিএ-৫ ৭০টি বেশি।

তবে মোট জিপিএ-৫ এর ক্ষেত্রে গত বছরের থেকে এ বছর ১৪৫টি কমেছে। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৮১৫ আর এ বছর ৬৭০টি।

এছাড়াও বিষয় ভিত্তিতে পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬ ও ২০১৭ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিল।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে বুধবার (১৯ জুলাই) দুপুর দেড়টায় ফলাফল ঘোষণা করা হয়।

এখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী এবারে ৩৩৩টি কলেজ থেকে ৬২ হাজার ১৭৩ পরীক্ষার্থী ১১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

জেলা ভিত্তিক পাসের হারে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।