ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন যবিপ্রবির চার শিক্ষার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন যবিপ্রবির চার শিক্ষার্থী স্বর্ণপদকপ্রাপ্ত চার শিক্ষার্থী, ছবি: বাংলানিউজ

যশোর: কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৭ পেলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) চার শিক্ষার্থী।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) উদ্যোগে বুধবার (২৫ জুলাই) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা মিলনায়তনে এ স্বর্ণপদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে ওই চার শিক্ষার্থীকে স্বর্ণপদক পরিয়ে দেন।

স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের মো. অলিউর রহমান, জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের শাম্মি আক্তার, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের নাজিয়া নওসাদ লিনা ও স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের মো. রবিউল ইসলাম।

ইউজিসির চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন-শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, ইউজিসির সদস্য অধ্যাপক দিল আফরোজা বেগম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।