ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বাগাতিপাড়ার ৫০ বিদ্যালয়ে পাঠাগার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
বাগাতিপাড়ার ৫০ বিদ্যালয়ে পাঠাগার উদ্বোধন ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পাঠাগারের উদ্বোধন করছেন সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় রুম টু রিড বাংলাদেশ এর স্বাক্ষরতা কার্যক্রমের আওতায় ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ পাঠাগারের উদ্বোধন করা হয়েছে। 

এ উপলক্ষে বুধবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা জিমনেসিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাসরিন বানুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মহাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবদুল হামিদ মিয়া, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম সাদেকুর রহমান, শিক্ষা কর্মকর্তা ফাইজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, লিটারেসি প্রোগ্রাম অফিসার আবদুস সাত্তার, নাটোর ফিল্ড অফিসার জয়নাল আবেদীন প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।