ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বসছে সরকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৮
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের নিয়ে বসছে সরকার

ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদের আন্দোলনে সহিংসতার মধ্যে এবার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের (ভিসি) বৈঠকে ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার (৮ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অডিটোরিয়ামে সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন।  
শিক্ষা মন্ত্রণালয়ের উপ-প্রধান তথ্য অফিসার মোহাম্মদ আফরাজুর রহমান মঙ্গলবার জানান, বুধবার বিকেল ৩টায় এ সভা অনুষ্ঠিত হবে।


 
এর আগে গত ৫ আগস্ট রাজধানীর সব সরকারি-বেসরকারি স্কুল-কলেজের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করে শিক্ষার্থীদের ক্লাসে ফেরানোর নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।
 
ওই সভায় শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কয়েকজন অভিযোগ করেন, ছাত্রদের মধ্যে অছাত্ররাও ঢুকে পড়ে আন্দোলন করছে। আন্দোলন থেকে হামলা এবং ভাঙচুরের ঘটনাও ঘটছে।
 
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।