ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা ‘প্রতিহতে’র ঘোষণা

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
জাবিতে উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা ‘প্রতিহতে’র ঘোষণা সংবাদ সম্মেলনে প্রগতিশীল ছাত্রজোটের নেতারা। ছবি: বাংলানিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে চালু হতে যাওয়া ‘উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা প্রতিহতে’র ঘোষণা দেওয়া হয়েছে। 

শনিবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ক্যাম্পাসে সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোট এ ঘোষণা দেয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম অনিক।

 

তিনি বলেন, সম্প্রতি রসায়ন বিভাগ উইকেন্ড কোর্স খোলার ছাত্রবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। যে সিদ্ধান্তের প্রতিবাদে বিভাগের শিক্ষার্থীরা চার দফা দাবিতে স্মারকলিপি পেশ ও একদিন ক্লাস-পরীক্ষা বর্জন করেছে। কিন্তু ছাত্রদের যৌক্তিক দাবি উপেক্ষা করে শিক্ষকরা তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।

এ সময় রসায়ন বিভাগের এ ধরনের অদূরদর্শী ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের প্রতি প্রগতিশীল ছাত্রজোটের পক্ষে তীব্র নিন্দা জানান তিনি।  

অনিক বলেন, ইতোপূর্বে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগে উইকেন্ড কোর্স খোলার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রমে প্রভাব পড়ার যে আশঙ্কা করেছিলাম তা এখন বাস্তব সঙ্কটে রূপ নিয়েছে। উইকেন্ড কোর্স চালু আছে এমন বিভাগগুলোতে তীব্র সেশন জটসহ নিয়মিত শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা এবং ফলাফল প্রকাশে ব্যাপক প্রভাব ফেলেছে।  

‘রসায়ন বিভাগে ৬ মাস থেকে এক বছরের সেশন জট রয়েছে। ল্যাব রুমের সঙ্কট সম্মুখে প্রতীয়মান। পরীক্ষার ৭৫ কর্ম দিবসের মধ্যে ফলাফল প্রকাশের নিয়ম থাকলেও ২৭৫ কর্ম দিবসেও ফল প্রকাশে ব্যর্থ বিভাগের শিক্ষকরা। এর মধ্যে অতিরিক্ত চাপ নিতে চাওয়াও আত্মঘাতী সিদ্ধান্ত।

আগামী ১৬ আগস্টের মধ্যে এ সিদ্ধান্ত প্রত্যাহার না হলে ১৭ আগস্ট উইকেন্ড কোর্সের ভর্তি পরীক্ষা প্রতিহত করা হবে বলে ঘোষণা দেন তিনি।

সংবাদ সম্মেলনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জাবি শাখার (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মাহাথির মোহাম্মদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে যোগাযোগ করা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. নুরুর আবছার বলেন, সেশনজটের সঙ্গে উইকেন্ড কোর্সের কোনো সম্পর্ক নেই। এ কোর্স চালু হলে বিভাগে কোনো সেশন জট হবে না বরং সেশনজট কমানোর ব্যবস্থা নেওয়া হবে।  

‘এ কর্মসূচি ঘোষণা করার আগে ছাত্ররা  আমাদের সঙ্গে আলোচনা করেনি। আমাদের আলোচনার দ্বার সব সময় উন্মুক্ত,’ বলেন তিনি।  

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।