ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

রয়েল সেন্ট্রাল কলেজে পাঠদানের অনুমতি বাতিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৮
রয়েল সেন্ট্রাল কলেজে পাঠদানের অনুমতি বাতিল বিজ্ঞপ্তি

ব‌রিশাল: বরিশালের রয়েল সেন্ট্রাল কলেজে পাঠদানের অনুমতি বাতিল করা হয়েছে। 

বুধবার (৫ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে দেওয়া হয়েছে।  

বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, রয়েল সেন্ট্রাল কলেজে (১৩৫৪০৫) উচ্চ মাধ্যমিক পর্যায়ে কোনো কার্যক্রম না থাকার কারণে বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে ওই কলেজের পাঠদানের অনুমতি বাতিল করা হয়।

 

এছাড়া পূর্ববর্তী শিক্ষাবর্ষের কোনো শিক্ষার্থী থাকলে তাদের পার্শ্ববর্তী কোনো কলেজে ছাড়পত্রের মাধ্যমে ভর্তি করার জন্য বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলা‌দেশ সময়: ১৯৫০ ঘণ্টা, সে‌প্টেম্বর ০৫, ২০১৮
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।