ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নিরাপদ সড়ক আন্দোলন নেতাদের মুক্তি দাবিতে সমাবেশ

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
নিরাপদ সড়ক আন্দোলন নেতাদের মুক্তি দাবিতে সমাবেশ অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষার্থীদের সমাবেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়: আলোকচিত্রী শহিদুল আলম ও ছাত্রনেতা মারুফ-আশাফসহ নিরাপদ সড়ক আন্দোলনে গ্রেফতার অন্য শিক্ষার্থীদের মুক্তি দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশন।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে নেতাকর্মীরা স্বরাষ্ট্রমন্ত্রণালয় অভিমুখে অগ্রসর হন।



সমাবেশে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা বলেন, আলোকচিত্রী শহিদুল আলম গণতন্ত্রের পক্ষের লোক।  মানুষের পক্ষে সবসময় কথা বলেছেন, ছবি তুলেছেন। আমরা অবিলম্বে শহিদুল আলমের মিথ্যা মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তি দাবি করছি।

সরকারকে উদ্দেশ্যে তিনি বলেন, নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের উপর যে হেলমেট বাহিনী হামলা করলো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হলো না। বরং আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দিয়ে রেখেছে। প্রকৃত অপরাধীদের গ্রেফতার করুন।  

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এসকেবি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।