ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

হাতিয়ায় টমটম চাপায় ৪ শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
হাতিয়ায় টমটম চাপায় ৪ শিক্ষার্থী আহত, সড়ক অবরোধ

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নে মালবাহী টমটম চাপায় চার শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে রাখে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত দুপুর ২টা শিক্ষার্থীদের অবরোধ চলছিল।

আহতরা শিক্ষার্থীরা হলো- উপজেলার খাসেরহাট আজহারুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী রিনা বেগম (১৭), মায়মুনা আক্তার (১৫), ইসরাত জাহান (১২) ও রাহাত উদ্দিন (১৫)।

স্থানীয়রা জানায়, সকাল পৌনে ১০টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে আসছিল কয়েকজন শিক্ষার্থী। তারা নলচিরা-জাহাজমারা সড়কের আজহারুল উলুম মাদ্রাসার কাছাকাছি পৌঁছলে নলচিরাঘাট থেকে ছেড়ে আসা একটি মালবাহী টমটম তাদের পেছন থেকে চাপা দিলে চার শিক্ষার্থী গুরুতর আহত হয়।  

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি ঘটলে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় পাঠানো হয়।

এদিকে এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে তাদের সহপাঠীরা নলচিরা-জাহাজমারা সড়ক অবরোধ করে রাখে। ফলে সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। ঘটনাস্থল থেকে টমটমটি জব্দ করা হয়েছে। টমটম চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।