ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০১৮
নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে নতুন অধ্যক্ষের যোগদান ভিক্টোরিয়া কলেজে নতুন অধ্যক্ষের যোগদান

নড়াইল: নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন প্রফেসর মো. রবিউল ইসলাম ।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. মো. আব্দুর সবুর খানের কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।

মো. রবিউল ইসলাম নড়াইলের কালিয়া উপজেলার নোয়াগ্রামের সন্তান।

নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনের একজন পরিচিত মুখ। একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে তিনি সকলের কাছে সমাধৃত।  

প্রফেসর মো. রবিউল ইসলাম নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি খুলনা বিএল কলেজসহ বিভিন্ন কলেজে কর্মরত ছিলেন।

শনিবার (৮ সেপ্টেম্বর) ভিক্টোরিয়া কলেজের শিক্ষক মিলনায়তনের শিক্ষক পরিষদের পক্ষ থেকে নতুন অধ্যক্ষের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।