ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

এনইউর অনার্স ১ম বর্ষে পরীক্ষা শুরু শনিবার

শিক্ষা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০১৮
এনইউর অনার্স ১ম বর্ষে পরীক্ষা শুরু শনিবার

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৮ সালের ১ম বর্ষ অনার্স পরীক্ষা শনিবার (০৮ সেপ্টেম্বর)  থেকে সারা দেশে একযোগে শুরু হবে। এ বছর মোট ৭৯৮টি কলেজের ২৭৬ কেন্দ্রে সারাদেশে প্রায় ৪ লাখ ৩১ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

৮ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন (শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া) দুপুর ১টা থেকে অনুষ্ঠিত হবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে সব প্রস্তুতি এরইমধ্যে শেষ করা হয়েছে।

 

জরুরি যে কোনো সমস্যায় ০২-৯২৯১০১৭ এবং ০২-৯২৯১০৩৯ নম্বরে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করেছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক (ভারপ্রাপ্ত) ফয়জুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০১৮
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।