ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

অধ্যাপক আকতার জাহান স্মরণে রাবিতে শোকসভা

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৮
অধ্যাপক আকতার জাহান স্মরণে রাবিতে শোকসভা আকতার জাহান স্মরণে রাবিতে শোকসভা

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রয়াত অধ্যাপক আকতার জাহানের স্মরণে শোকসভা হয়েছে। 

রোববার (০৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিভাগের ১২৩ নম্বর কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় আকতার জাহানের মৃত্যুর সঠিক তদন্ত এবং হত্যায় কেউ দায়ী থাকলে তাদের শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, দুঃখের বিষয় আমরা এখনো আকতার জাহানের মৃত্যুর আসল রহস্যটা জানতে পারিনি।

তিনি আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছিলো তা আজও সকলের কাছে অজানা। তিনি ছিলেন বিভাগের একজন অভিভাবক। আমরা শুধু একজন শিক্ষককে না, বিভাগের একজন অভিভাবককে হারিয়েছি।

সভায় বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে, দুলাল চন্দ্র বিশ্বাস, খাদেমুল ইসলাম, সহযোগী অধ্যাপক সেলিম রেজা নিউটন শাতিল সিরাজ, মোজাম্মেল হোসেন বকুল, মশিহুর রহমান, মাহবুবুর রহমান আনিন্দ্য, সহকারী অধ্যাপক কাজী মামুন হায়দার, সাইফুল ইসলাম, মাহবুবুর রহমান রাসেল, আব্দুল্লাহীল বাকী, মামুন আব্দুল কাইয়্যুম প্রমুখ।

এর আগে, বেলা সাড়ে ১০টার দিকে একটি মৌন পদযাত্রা বের করেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। পদযাত্রাটি বিভাগের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়াটার জুবেরী ভবন থেকে অধ্যাপক আকতার জাহানের ঝুলন্ত মরেদহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।