ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে এক ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
জাবিতে এক ছাত্রের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জবি) পদার্থ বিজ্ঞান বিভাগের ৪১তম ব্যাচের এক ছাত্রের বিরুদ্ধে একই বিভাগের এক ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে।

সোমবার (১০ সেপ্টেম্বর) যৌন হয়রানির শিকার ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলে লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগপত্রে ওই ছাত্রী উল্লেখ করেন, রোববার (০৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পদার্থ বিজ্ঞান বিভাগের ছাদে আমাকে যৌন হয়রানিমূলক অশালীন কথা বার্তা বলে ৪১তম ব্যাচের এক ছাত্র।

আমি এর প্রতিবাদ করতে তিনি আমাকে হুমকি দেন। এ অবস্থায় আমি বিভাগে যাতায়াতের জন্য অনিরাপদ বোধ করছি। তাই বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তির দাবি করছি।

এ বিষয়ে জানতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা করার পরেও ৪১তম ব্যাচের ওই ছাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেলের পরিচালক অধ্যাপক রাশেদা আখতার বাংলানিউজকে বলেন, ‘অভিযুক্ত ওই ছাত্র মাদকাসক্ত। তার কথাবার্তা অসংলগ্ন। তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৮
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।