ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ঢাবিতে ভর্তি: প্রশ্নফাঁস ঠেকাতে টাস্কফোর্স গঠনের দাবি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
ঢাবিতে ভর্তি: প্রশ্নফাঁস ঠেকাতে টাস্কফোর্স গঠনের দাবি সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা।

বুধবার (১২ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাজীব দাস।

এসময় সংগঠনের সভাপতি ফয়েজ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাসিব মোহাম্মদ আশিক ও কোষাধ্যক্ষ জয় রায় উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভর্তি পরীক্ষাগুলোকে বছর বছর ভর্তিযুদ্ধ অ্যাখ্যা দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থা বহুদিন ধরেই একটা কদর্যতা নোংরা এক চেহারা নিয়েছে প্রশ্নফাঁস আর জালিয়াতির মতো ভয়াল সব দুর্নীতির মধ্য দিয়ে। সিআইডর মাধ্যমে প্রশ্নফাঁস ও জালিয়াতির খবর বেরিয়ে আসে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব ঘটনার পুনরাবৃত্তি হবে না এ নিশ্চয়তা দিতে পারে না।

প্রশ্নপত্র ফাঁস ও ভর্তি জালিয়াতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে রাজীব দাস বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে ভর্তি পরীক্ষা শুরুর আগেই বিশেষ টাস্কফোর্স গঠন করতে হবে। পাশাপাশি বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ভর্তি পরীক্ষায় জালিয়াতি চক্রের তথ্য অনুসন্ধান ও ভর্তিকৃতদের ভর্তি বাতিল এবং বিচার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৮
এসকেবি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।