ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জবিতে সমাবর্তন নিয়ে আন্দোলনকারীদের ডেকেছেন উপাচার্য 

জবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
জবিতে সমাবর্তন নিয়ে আন্দোলনকারীদের ডেকেছেন উপাচার্য  সমাবর্তনের দাবিতে আন্দোলন

জবি: সমাবর্তনের দাবিতে আন্দোলন করা কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য ড. মীজানুর রহমান।  

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) আন্দোলনকারীদের মধ্যে পাঁচ শিক্ষার্থীকে নিজ কার্যালয়ে ডেকেছেন তিনি। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরের ক্যাম্পাসের নতুন ভবনের সামনে উপাচার্য নিজেই ডেকে পাঠান।

  

সংশ্লিষ্ট সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানের দাবিতে সোমবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে নতুন ভবনের নিচে গিয়ে শেষ হয়।  

পরে সেখানে উপস্থিত হন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান। এ সময় শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকেন। তখন উপাচার্য আন্দোলনকারীদের মধ্যে পাঁচজনকে মঙ্গলবার তার সঙ্গে সকাল ১১টায় যেতে বলেন।  

তিনি বলেন, সিনিয়র পাঁচজনকে আসতে বলো। আমি কমিটি করে দেবো।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
কেডি/ এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।