ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

জাবিতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
জাবিতে ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু ৩০ সেপ্টেম্বর

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হচ্ছে। চলবে ১০ অক্টোবর পর্যন্ত।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পরিচালনা সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ ‘এ’ ইউনিট, ১ অক্টোবর দিনের বাকি অংশে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ‘এইচ’ ইউনিট, ২ ও ৩ অক্টোবর জীববিজ্ঞান অনুষদ ‘ডি’ ইউনিট, ৩ অক্টোবর বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ‘আই’ ইউনিট, ৪ অক্টোবর সমাজ বিজ্ঞান অনুষদ ‘বি’ ইউনিট, ৮ অক্টোবর কলা ও মানবিকী অনুষদ ‘সি’ ইউনিট, ৯ অক্টোবর ‘সি’-১ ইউনিট (চারুকলা এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ) একইদিনে আইন অনুষদ ‘এফ’ ইউনিট, ১০ অক্টোবর ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) ‘জি’ ইউনিট এবং একইদিনে বিজনেস স্টাডিজ অনুষদ ‘ই’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ১ হাজার ৮৮৯ আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রাথমিকভাবে ৩ লাখ ২২ হাজার ৯৪৬ জন অনলাইনে আবেদন করেছেন। সে হিসেবে প্রতি আসনে ১৭১ জন প্রতিযোগিতা করবেন।

ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত জানা যাবে www.ju-admission.org ঠিকানায়।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।